
Projapoti Meye
টুকটাক কিছু ভুল
স্মৃতিগুলো তুলতুল
মুখোমুখি আড্ডায়
পাশপাশি রাস্তায়
বাহানার শেষ নাই
কাছাকাছি থাকা চাই
Classroom, corridor
গল্পে জাগে ঘোর
তোকে নিয়ে সবটুক
স্বপ্নের ভুলচুক
Classroom, corridor
গল্পে জাগে ঘোর
তোকে নিয়ে সবটুক
স্বপ্নের ভুলচুক
বায়নার আয়না
মন এঁকে যায় না
প্রজাপতি মেয়ে তুই
শুধু চাই তোরে ছুঁই
বায়নার আয়না
মন থেকে যায় না
প্রজাপতি মেয়ে তুই
শুধু চাই তোরে ছুঁই
দূরে দূরে থাকাথাকি
এত কম মাখামাখি
গুনে যাই দুই-তিন
ডাকাডাকি রাতদিন
জানি যদি পারতি
না কি করতি?
তবু বলি একবার
দেখা হোক শেষবার
আয় শুধু পালিয়ে
যাবো চল হারিয়ে
তবু বলি একবার
দেখা হোক শেষবার
আয় শুধু পালিয়ে
যাবো চল হারিয়ে
বায়নার আয়না
মন থেকে যায় না
প্রজাপতি মেয়ে তুই
শুধু চাই তোরে ছুঁই
বায়নার আয়না
মন থেকে যায় না
প্রজাপতি মেয়ে তুই
শুধু চাই তোরে ছুঁই
Projapoti Meye von Shawon Gaanwala/Abanti Sithi - Songtext & Covers