তোমায় ঘিরে যদি বাঁচতে শিখি
বলো দোষ কোথায়
তোমায় ভেবে যদি ভালো থাকি
তবে তুমি কোথায়?
তোমার চোখে যদি স্বপ্ন দেখি
তবে জাগো কেন?
তোমার মনজুড়ে করি খেলা
আছি আমি জেনো
এ সময় একা হয় যদি
তবে একা করে চলে যাবার
কেন এত বাহানা?
এই আমি আছি ঘিরে তোমায়
তোমায়
তোমায়
তোমায়
মিছে সে মায়ায় আমাকে রেখে দূরে
কত গভীরে
ছেড়ে আমায় আছো সে দেয়ালজুড়ে
খুব আদরে
হয় না সকাল তুমি ছাড়া
অপূর্ণতায় সব দিশেহারা
যদি হয় ভুল কবিতায়
খুব আদরে জড়াও মায়ায়
এ সময় একা হয় যদি
তবে একা করে চলে যাবার
কেন এত বাহানা?
এই আমি আছি ঘিরে তোমায়
তোমায়
তোমায়
তোমায়