menu-iconlogo
huatong
huatong
avatar

Se je boshe ache

Shayan Chowdhury Arnobhuatong
mspencer_2002huatong
Liedtext
Aufnahmen
সে যে বসে আছে একা একা

রঙিন স্বপ্ন তার বুনতে

সে যে চেয়ে আছে ভরা চোখে

জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

সে যে বসে আছে একা একা

রঙিন স্বপ্ন তার বুনতে

সে যে চেয়ে আছে ভরা চোখে

জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে

কান পাত মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে

চোখ মেল যদি পার বুঝতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে

কান পাত মনে পাবে শুনতে

তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে

চোখ মেল যদি পার বুঝতে ।।

সে যে বসে আছে একা একা

তার স্বপ্নের কারখানা চলেছে

আর বুড়ো বুড়ো মেঘেদের দল

বৃষ্টি নামার তাল গুনছে ।।

সে যে বসে আছে একা একা

তার স্বপ্নের কারখানা চলেছে

আর বুড়ো বুড়ো মেঘেদের দল

বৃষ্টি নামার তাল গুনছে ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়

টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ

সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে

ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়

টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ

সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে

ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

Mehr von Shayan Chowdhury Arnob

Alle sehenlogo

Das könnte dir gefallen