menu-iconlogo
huatong
huatong
avatar

kotodin Bari Jai na

Sheik Rana/Abanti Sithi/Ehsan Rahihuatong
peewee04943huatong
Liedtext
Aufnahmen
মায়ের কাপড়ে মশলার সেই

গন্ধটা নাকে পাই না

কতদিন বাড়ি যাই না

রাত করে বাড়ি ফেরা সেই দিনে

বাবার ফোনকল পাই না

কতদিন বাড়ি যাই না।

হৃদ গভীরের চেনা বন্ধন

ভাই-বোন, পাড়া-প্রতিবেশীজন

চায়ের দোকানে বন্ধুর সাথে

কথা হয়, কথা ফুরায় না

এভাবে সমস্ত অতীত হবে

ভেবে আমি কূল পাই না

কতদিন বাড়ি যাই না

রাতের বেলায় একসাথে বসে

খাবার টেবিল, টিভি দেখা শেষে

নিজের জন্য কাঙ্ক্ষিত ক্ষণে

একা একা হয়ে যাই না

কতদিন বাড়ি যাও না?

জানিনা আবার কবে ফিরে পাবে

প্রিয় মুখেদের আয়না।

Das könnte dir gefallen