Singer : Sheikh Sadi 2021
⌨︎⌨︎Follow Me⌨︎⌨︎
⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎
ও শ্যাম রে তোমার সনে
শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঘুর বনে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
ও শ্যাম রে তোমার সনে
⌨︎⌨︎Follow Me⌨︎⌨︎
⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎
একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা
একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
সব সখী গণে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
⌨︎⌨︎Follow Me⌨︎⌨︎
⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎
আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে
আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে
ছিটাইয়া দাও সোয়া চন্দন
ছিটাইয়া দাও সোয়া চন্দন
ঐ রাঙ্গা চরণে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
ও শ্যাম রে তোমার সনে
⌨︎⌨︎Follow Me⌨︎⌨︎
⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎
ও শ্যাম রে তোমার সনে
শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঘুর বনে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
ও শ্যাম রে তোমার সনে
⌨︎⌨︎Thanks⌨︎⌨︎