menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন স্বপ্নের দিন Ek din shopner din.

শিল্পীঃ নচিকেতা চাকলাদার এবং শিখা বসু।huatong
preteen9huatong
Liedtext
Aufnahmen
M একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণবিহীন

একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণবিহীন

এ জীবনে যেন আসে,

এমনই স্বপ্নের দিন

একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণবিহীন

এ জীবনে যেন আসে,

এমনই স্বপ্নের দিন

F সেই ভাবনায় ভাবে মন হয়

দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে

সেই ভাবনায় ভাবে মন হয়

দু’টি নয়নেতে,ঘোর বর্ষা নামে

আসে না ফাগুন, মনেতে আগুন

আসে না ফাগুন, মনেতে আগুন

এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়

কাটে না আর দিন

M একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণবিহীন

একদিন স্বপ্নের দিন.....

লিরিক্স ও টিউনিং এ সমস্যা থাকলে

দয়া করে ইনবক্সে জানাবেন,ধন্যবাদ

F একদিন হঠাত হাওয়া,

থামিয়ে আসা যাওয়া

প্রশ্নের জাল বোনে

শুরু হয় চাওয়া পাওয়া

প্লীজ!গানের শেষে লাইক দিন

M আজ শুধু পথ চাওয়া

বিরহের গান গাওয়া

ভাবনার নদী বুকে

উজানেতে তরী বাওয়া

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ,ঘোর বর্ষা নামে

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ,ঘোর বর্ষা নামে

F আসে না ফাগুন মনেতে আগুন

আসে না ফাগুন,মনেতে আগুন

এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়

কাটে না আর দিন।

M একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণবিহীন

একদিন স্বপ্নের দিন.....

দয়া করে গানের শেষে লাইক দিন

লাইক না দিতে চাইলে স্কিপ করুন

অনুরোধ আনলাইক করবেন না।

F যদি এই পথ ধরে

আমার এ মনের ঘরে

চিঠি হয় অগোচরে

আসে কেউ চুপিসারে

প্লীজ!গানের শেষে লাইক দিন!

M চাঁদের ওই আলো হয়ে

আসো মোর ভাঙা ঘরে

দেখা যায়, যায় না ছোঁয়া,

যেন গান চাপা স্বরে

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

F আসে না ফাগুন মনেতে আগুন

আসে না ফাগুন,মনেতে আগুন

এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়

কাটে না আর দিন

M একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে

এমনই স্বপ্নের দিন

F সেই ভাবনায় ভাবে মন হয়

দু’টি নয়নেতে,ঘোর বর্ষা নামে

সেই ভাবনায় ভাবে মন হয়

দু’টি নয়নেতে,ঘোর বর্ষা নামে

আসে না ফাগুন,মনেতে আগুন

আসে না ফাগুন,মনেতে আগুন

এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়

কাটে না আর দিন

M একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন

বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে

এমনই স্বপ্নের দিন

F এ জীবনে যেন আসে

এমনই স্বপ্নের দিন।

...... ......

নতুন নতুন কারাওকি গান পেতে

আমাকে ফলো দিয়ে সাথেই থাকুন

আল্লাহ হাফেজ

Das könnte dir gefallen

একদিন স্বপ্নের দিন Ek din shopner din. von শিল্পীঃ নচিকেতা চাকলাদার এবং শিখা বসু। - Songtext & Covers