menu-iconlogo
huatong
huatong
avatar

Sikol beri dilam ami

Shimul Hasanhuatong
mitchellmahuatong
Liedtext
Aufnahmen
সিকল বেড়ি দিলাম আমি

সোনা পাখির পায়

পাখি উইড়া যাইতে চাই

সিকল বেড়ি দিলাম আমি

সোনা পাখির পায়

পাখি উইড়া যাইতে চাই

মন ভোলা পাখিরে আমার

মন ভোলা পাখি--ই ই ই

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি---

আমার মন ভোলা পাখিরে আমার

মন ভোলা পাখি --ই ই ই

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি------

কে জানিতো পাখির পিরিত

কচু পাতার পানি

জানলে কি আর মন বিলাইতাম

হইতাম কলঙ্কিনি

কে জানিতো পাখির পিতির

কচু পাতার পানি

জানলে কি আর মন বিলাইতাম

হইতাম কলঙ্কিনি

ঝরে দুটি আঁখি আমার

ঝরে দুটি আঁখি

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

আমার মন ভোলা পাখিরে আমার

মন ভোলা পাখি

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

কাষ্ট ছাড়াই জ্বলে আগুন কলিজার ভিতরে

বৃথা জীবন হইতো ধন্য পাইলে আপন করে

কাষ্ট ছাড়াই জ্বলে আগুন কলিজার ভিতরে

বৃথা জীবন হইতো ধন্য পাইলে আপন করে

বন্ধু দিয়া গেল ফাঁকি আমায়

দিয়া গেল ফাঁকি----ই ই ই-

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি -----

আমার মন ভোলা পাখিরে আমার

মন ভোলা পাখি--ই --ই ই

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

সিকল বেড়ি দিলাম আমি

সোনা পাখির পায়

পাখি উইড়া যাইতে চাই

মন ভোলা পাখিরে আমার

মন ভোলা পাখি -ই ই ই

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

আমার মন ভোলা পাখিরে আমার

মন ভোলা পাখি

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

কার আসমানে ওড়ে আমি

চাইয়া চাইয়া দেখি

Mehr von Shimul Hasan

Alle sehenlogo

Das könnte dir gefallen