menu-iconlogo
huatong
huatong
avatar

রঙিলা বাড়ই তুই রঙিলা রে

Shohaghuatong
nachogreywolfhuatong
Liedtext
Aufnahmen
লাইক ও ফলো করে সাথেই থাকুন।

প্রথম অংশ ছেলে

দ্বিতীয় অংশ মেয়ে

রঙিলা বাড়ই তুই রঙিলা রে..

তোর রূপের আগুনে হৃদয় পুড়ে

শোনরে সুজন আমি বলি যে তোরে..

চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে

তোর রূপের জলকে মন নিলো পলকে

তোর রূপের জলকে মন নিলো পলকে

তোরে ছাড়া এখন আমি বাঁচি কি করে..

শোনরে সুজন আমি বলি যে তোরে..

চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে

মন ভরা ফাগুনে এই রূপের আগুনে

মন ভরা ফাগুনে এই রূপের আগুনে

পুড়ে ছাই হবে তুই থাকরে দূরে..

রঙিলা বাড়ই তুই রঙিলা রে..

তোর রূপের আগুনে হৃদয় পুড়ে

আরো সুন্দর সুন্দর গান পেতে হলে

আমার সং বুক ঘুরে আসতে পারেন

এই জীবনে আর কিছু পাই বা না পাই..

সুখে দুখে পাশাপাশি তোকে শুধু চাই

মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি..

তোর ভাবনায় দুটি চোখের ঘুম নিলো কাড়ি

এই জীবনে আর কিছু পাই বা না পাই..

সুখে দুখে পাশাপাশি তোকে শুধু চাই

মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি..

তোর ভাবনায় দুটি চোখের ঘুম নিলো কাড়ি

তুই যে আছিস আমার হৃদয় জুড়ে

তুই যে আছিস আমার হৃদয় জুড়ে..

রঙিলা বাড়ই তুই রঙিলা রে..

তোর রূপের আগুনে হৃদয় পুড়ে

▒▒░░░ ░░░▒▒

মিউজিক টি ভালো লাগলে

তাহলে অবশ্যই একটা দিবেন।

▒▒░░░ ░░░▒▒

তোকে ভেবে পড়লো রং নীলক দুটি চোখে

আর কতো প্রেমের আগুন জালাবে এই বুকে

এই হৃদয়ে সারাবেলা তোরই আসা যাওয়া..

তোকে পেলে পূর্ণ হবে আমার চাওয়া পাওয়া

তোকে ভেবে পড়লো রং নীলক দুটি চোখে

আর কতো প্রেমের আগুন জালাবে এই বুকে

এই হৃদয়ে সারাবেলা তোরই আসা যাওয়া..

তোকে পেলে পূর্ণ হবে আমার চাওয়া পাওয়া

তুই যে সুখের প্রদীপ আঁধার ঘরে

তুই যে সুখের প্রদীপ আঁধার ঘরে..

রঙিলা বাড়ই তুই রঙিলা রে..

তোর রূপের আগুনে হৃদয় পুড়ে

শোনরে সুজন আমি বলি যে তোরে..

চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে

মন ভরা ফাগুনে এই রূপের আগুনে

মন ভরা ফাগুনে এই রূপের আগুনে

পুড়ে ছাই হবে তুই থাকরে দূরে

রঙিলা বাড়ই তুই রঙিলা রে..

তোর রূপের আগুনে হৃদয় পুড়ে

শোনরে সুজন আমি বলি যে তোরে..

চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে

Mehr von Shohag

Alle sehenlogo

Das könnte dir gefallen

রঙিলা বাড়ই তুই রঙিলা রে von Shohag - Songtext & Covers