menu-iconlogo
huatong
huatong
avatar

একটা কথা বলবো Ekta Kotha bolbo (Short)

Shreya Ghoshalhuatong
phatboy00783huatong
Liedtext
Aufnahmen
একটা কথা বলবো, যদি রাখো

হু

তোমার মনেও আমার,ছবি আঁকো

আচ্ছা

একটা কথা বলবো,যদি রাখো

উ হু

তোমার মনেও আমার,ছবি আঁকো

নেই কাছে যে রং তুলি

ভাবছি তোমায় কি বলি

নেই কাছে যে রং তুলি

ভাবছি তোমায় কি বলি

স্বপ্নেরি সাত রং দিয়ে ছবি আঁকবো

মনে রাখবো, মনে রাখবো

মনে রাখবো,মনে রাখবো

একটা কথা বলবো, যদি রাখো

হে,তোমার মনেও আমার ছবি আঁকো

প্লিজ গান শেষে একটা

লাইক দিয়ে জাবেন

ধন্যবাদ

আপলোড বাই:

চলো না দূরে কোথাও যায় দুজনে মিলে

এ মনে জাগে যে ভয় পথ হারিয়ে গেলে

তবুও যদি গো চাও, আজ হারাতে রাজি

হো আমি তো আছি পাশে,তোমার কাছাকাছি

এ কথা মন জানালো,বন্ধু দু হাত বাড়ালো

আজ নতুন দিনের আলো,বন্ধু তোমায় চেনালো

ভুলবো না এই দিনটা,কে লিখে রাখবো

মনে রাখবো,মনে রাখবো

মনে রাখবো, মনে রাখবো

একটা কথা বলবো, ভেবেছিলাম

আচ্ছা, কি কথা

নেইতো মনে ইস,ভুলে গেলাম

বাহ,রে..

Thanks Apnake

Mehr von Shreya Ghoshal

Alle sehenlogo

Das könnte dir gefallen