menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Jibon

Shuvomitahuatong
callmemaxhuatong
Liedtext
Aufnahmen
M:তুমি আমি কাছাকাছি, আছি বলেই,

এ জীবন হয়েছে মধুময়।

F:যদি তুমি দূরে কভু যাও চলে,

শুধু মরণ হবে আর কিছু নয়।

M:তোমায় ছেড়ে বহুদুরে যাবো কোথায়

এক জীবনে এত প্রেম পাবো কোথায়

F:তোমায় ছেড়ে বহুদুরে যাবো কোথায়

এক জীবনে এত প্রেম পাবো কোথায়

F:তোমারি পরশে ভালোবাসা,

আসে মনেরই আঙ্গিনায়

M:নয়ন ভরে দেখি তোমায়,

তবু বুঝি দেখার শেষ নাই

F:তোমারি পরশে ভালোবাসা,

আসে মনেরই আঙ্গিনায়

M:নয়ন ভরে দেখি তোমায়,

তবু বুঝি দেখার শেষ নাই

F:তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

M:তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

F:সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে

দু'জনে একসাথে ভেসে যাই

M:ভেসে ভেসে ভালোবেসে,

সারা জীবন বাঁচতে চাই

F:সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে

দু'জনে একসাথে ভেসে যাই

M:ভেসে ভেসে ভালোবেসে,

সারাটা জীবন বাঁচতে চাই

F:তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

Mehr von Shuvomita

Alle sehenlogo

Das könnte dir gefallen

Ek Jibon von Shuvomita - Songtext & Covers