menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Cheye Cheye Dekhi Saradin

Shyamal Mitrahuatong
nadia33huatong
Liedtext
Aufnahmen
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন

আজ ওই চোখে সাগরের নীল

আমি তাইকি গান গাইকি

বুঝি মনে মনে হয়ে গেল মিল।

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন

আজ ওই চোখে সাগরের নীল

আমি তাইকি গান গাইকি

বুঝি মনে মনে হয়ে গেল মিল।

কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা

না বলা কথায় থর থর অধর কাঁপা ।

কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা

না বলা কথায় থর থর অধর কাঁপা ।

তাই কি আকাশ হল আজ আলোয় আলোয় ঝিলমিল ।

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন

আজ ওই চোখে সাগরের নীল

আমি তাইকি গান গাইকি

বুঝি মনে মনে হয়ে গেল মিল।

এই যেন নই গো প্রথম,

তোমায় যে কত দেখেছি

স্বপনেরও তুলি দিয়ে তাই,

তোমার সে ছবি এঁকেছি

মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা

যেন এই হৃদয় রামধনু খুশিতে মাখা

তাই কি গানের সুরে আজ ভরে আমার রিনিকি ।

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন

আজ ওই চোখে সাগরের নীল

আমি তাইকি গান গাইকি

বুঝি মনে মনে হয়ে গেল মিল।

Mehr von Shyamal Mitra

Alle sehenlogo

Das könnte dir gefallen