menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu Tumar

S.I Tutulhuatong
lausebengelhuatong
Liedtext
Aufnahmen

বন্ধু তোমার ভালবাসায়

থাকব মাটির পিঞ্জিরায়...

তুমি ছাড়া এই দুনিয়ায়

আর তো কোন বন্ধু নাই

মাথা রাইখা আমার বুকে

ঘুমাও তুমি সুখে

তোমায় দেইখা দেইখা

নয়নও জুড়াই

তোমায় দেইখা দেইখা

জীবন ও ফুরাই

ও সাগর যেমন নদীর বন্ধু

তেমনি আমি তোমার

তুমি আমি একই জলে প্রেমে পারাপার

চাতর যেমন বৃষ্টি চাইয়া

জীবন করে পার

তেমন কইরা দেখতে তোমার

মনে লয় আমার

মাথা রাইখা আমার বুকে

ঘুমাও তুমি সুখে

তোমায় দেইখা দেইখা

নয়নও জুড়াই

তোমায় দেইখা দেইখা

জীবন ও ফুরাই

বন্ধু তোমার ভালবাসায়

থাকব মাটির পিঞ্জিরায়

ও ফুল যেমন সুভাস দিয়া

বাতাস টাইনা লয়

তেমন কইরা আমার মন

তোমার কথা কয়

আকাশ যেমন মেঘের বন্ধু

তেমনি তুমি আমার

তুমি ছাড়া এমন কইরা

কে হবে আমার

মাথা রাইখা আমার বুকে

ঘুমাও তুমি সুখে

তোমায় দেইখা দেইখা

নয়নও জুড়াই

তোমায় দেইখা দেইখা

জীবনও ফুরাই

বন্ধু তোমার ভালবাসায়

থাকব মাটির পিঞ্জিরায়...

তুমি ছাড়া এই দুনিয়ায়

আর তো কোন বন্ধু নাই

মাথা রাইখা আমার বুকে

ঘুমাও তুমি সুখে

তোমায় দেইখা দেইখা

নয়নও জুড়াই

তোমায় দেইখা দেইখা

জীবন ও ফুরাই

তোমায় দেইখা দেইখা

নয়নও জুড়াই

তোমায় দেইখা দেইখা

জীবন ও ফুরাই

সমাপ্ত

Mehr von S.I Tutul

Alle sehenlogo

Das könnte dir gefallen