মেয়েঃ আমার আশার বাসা
Music Upload Singer Aslam
আমার আশার বাসা বাইন্ধা দিয়ো চান্দের জোছনা দিয়া
আমার ভালোবাসার বাসর বাইন্ধো বকুল বাসনা দিয়া
ছেলেঃ আমার আশার বাসা বাইন্ধা দিয়ো চান্দের জোছনা দিয়া
আমার ভালোবাসার বাসর বাইন্ধো বকুল বাসনা দিয়া
মেয়েঃ আমার আশার বাসা বাইন্ধা দিয়ো চান্দের জোছনা দিয়া
ছেলেঃ প্রেমেরই পালঙ্কে দেবো অন্তর বিছাইয়া
সুখের স্বপন দেখবো তোমার মুখের পানে চাইয়া
Music Upload Singer Aslam
মেয়েঃ প্রেমেরই পালঙ্কে দিও অন্তর বিছাইয়া
সুখের স্বপন দেখবো তোমার মুখের পানে চাইয়া
ছেলেঃ আমি আনন্দ জোয়ারে ভাসবো তোমায় বুকে নিয়া
মেয়েঃ আমার আশার বাসা বাইন্ধা দিয়ো চান্দের জোছনা দিয়া
Music Upload Singer Aslam
মেয়েঃ সুবাসী চন্দনে দিও অধর সাজাইয়া
আদর সোহাগ মাখবো আমি তোমায় কাছে পাইয়া
Music Upload Singer Aslam
ছেলেঃ সুবাসী চন্দনে দেবো অধর সাজাইয়া
আদর সোহাগ মাখবো আমি তোমায় তোমায় কাছে পাইয়া
মেয়েঃ তুমি বাসনা সাগরে ডুবাও, জুড়ায় যেন হিয়া
ছেলেঃ আমার আশার বাসা বাইন্ধা দিয়ো চান্দের জোছনা দিয়া
আমার ভালোবাসার বাসর বাইন্ধো বকুল বাসনা দিয়া
মেয়েঃ আমার আশার বাসা বাইন্ধা দিয়ো চান্দের জোছনা দিয়া
আমার ভালোবাসার বাসর বাইন্ধো বকুল বাসনা দিয়া
ছেলেঃ তোমার আশার বাসা বাইন্ধা দিবো চান্দের জোছনা দিয়া