menu-iconlogo
huatong
huatong
avatar

কিবা তোমার নাম গো কন্যা

SM Jibon Hassanhuatong
=𝙎𝙈~𝙅𝙞𝙗𝙤𝙣🎸🎸huatong
Liedtext
Aufnahmen
কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম

কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম

গ্রাম ঠিকানা যদি জানিতা,ম

আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম

আমি তোমারে বউ বানাইতাম

তোমার এলোমেলো চুল

আমার মন হল ব্যাকুল

তোমার এলোমেলো চুল

আমার মন হল ব্যাকুল

যদি তোমার সম্মতি পাইতা,ম

আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম

আমি তোমারে বউ বানাইতাম

আসা-যাওয়ার পারাপারে লাগছে তোমায় ভালো

দেখতে দারুণ রূপবতী আঁখি দুটি কালো

SM Jibon Hassan

আসা-যাওয়া পারাপারে লাগছে তোমায় ভালো

দেখতে দারুণ রূপবতী আঁখি দুটি কালো

আমি যদি তোমার বাড়ির ঠিকানা পাইতা,ম

আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম

আমি তোমারে বউ বানাইতাম

চোখ শরেনা যতো দেখি অবাক হয়ে রই

মনের কথা আমি তোমায় কেমনে যানি কই

SM Jibon Hassan

চোখ শরেনা যতো দেখি অবাক হয়ে রই

মনের কথা আমি তোমায় কেমনে যানি কই

আমি যদি তোমার একটু সম্মতি পাইতা,ম

আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম

আমি তোমারে বউ বানাইতাম

কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম

কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম

গ্রাম ঠিকানা যদি জানিতা,ম

আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম

আমি তোমারে বউ বানাইতাম

আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম

আমি তোমারে বউ বানাইতাম

Mehr von SM Jibon Hassan

Alle sehenlogo

Das könnte dir gefallen