menu-iconlogo
huatong
huatong
avatar

O Poran bondhuya

sohaghuatong
꧁☬I꙰K꙰B꙰A꙰L꙰☬꧂huatong
Liedtext
Aufnahmen
তোর লাগি পরান আমার একা একা কান্দি

কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে

ও পরান বন্ধুয়া (২)

ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না

কাছে থাকো না দূরে যাইও না (২)

লাল চুড়ি হাতে নুপুর ও পরে

নেবো যে তোরে আলতা রাঙা পায়

তোর লাগি পরান আমার একা একা কান্দি

কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে

ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না

কাছে থাকো না দূরে যাইও না

রেশমী চুলের খোঁপায় আমি

গোলাপ গেথে দিতাম

চাঁন্দের আলোয় নিভে যেত

তোমার হাসির ছায়ায়

যাইও না বন্ধুয়া

পরানের বন্ধুয়া (২)

তোর লাগি পরান আমার একা একা কান্দি

কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে

লাল চুড়ি হাতে নুপুর ও পরে

নেবো যে তোরে আলতা রাঙা পায়ে

ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না

কাছে থাকো না দূরে যাইও না

নদীর ধারে তুমি যখন আসতে

এলো চুলে

তোমরা আঁচল ছুঁয়ে যায় যখন

আমার মন আকাশে

যাইও না বন্ধুয়া

পরানের বন্ধুয়া (২)

তোর লাগি পরান আমার একা একা কান্দি

কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে

ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না

কাছে থাকো না দূরে যাইও না

লাল চুড়ি হাতে নুপুর ও পরে

নেবো যে তোরে আলতা রাঙা পায়ে

তোর লাগি পরান আমার একা একা কান্দি

কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে

লাল চুড়ি হাতে নুপুর ও পরে

নেবো যে তোরে আলতা রাঙা পায়ে

ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না

কাছে থাকো না দূরে যাইও না

Mehr von sohag

Alle sehenlogo

Das könnte dir gefallen

O Poran bondhuya von sohag - Songtext & Covers