menu-iconlogo
huatong
huatong
sohel-o-kakima-sotti-ami-sotti-valo-chele-by-sourav-maharaj-cover-image

o kakima sotti ami sotti valo chele by SOURAV MAHARAJ

Sohelhuatong
🌹SOHEL🍀MSK🍀BGS🌹huatong
Liedtext
Aufnahmen
CREATED BY SOHEL

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

আমার কাঁধে গিটার ঝোলে, ভাবছো বেকার ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, তোমার মেয়ে দেখতে ভালো

পাড়ার সবাই বলে,

আমি নাকি ভালো ছেলে, তোমার মেয়ে বলে।

রাগ করো না, তোমার মেয়ে বড্ড ভালোবাসে,

তোমার মেয়ের হাতটা পেলে,

ও কাকিমা, যাবো বহুদূরে।

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, তোমার মেয়ে জানলা খুলে

আমায় শুধু দেখে,

রোজ রাতেতে স্বপ্নে আমার,

কাকিমা, শুধু তোমার মেয়ে আসে।

রাগ করোনা তোমার মেয়ে বড্ড ভালোবাসে,

রোজ রাতেতে স্বপ্নে আমার,

শুধু তোমার মেয়ে আসে।

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

আমার কাঁধে গিটার ঝোলে, ভাবছো বেকার ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

Mehr von Sohel

Alle sehenlogo

Das könnte dir gefallen