menu-iconlogo
huatong
huatong
souls-bangla-mashup---hasandristy-cover-image

Bangla Mashup - Hasan&Dristy

Soulshuatong
_Sommo_huatong
Liedtext
Aufnahmen
❤Special Mashup❤

Uploaded by @__sazzu__

তোমার নামের রোদ্দুরে

আমি ডুবেছি সমুদ্দুরে

জানিনা যাবো কদ্দুরে এখনো

আমার পোড়া কপালে

আর আমার সন্ধে সকালে

তুমি কেনো এলে জানিনা এখনো

ওরে সম্পানওয়ালা

তুই আমারে করলি দিওয়ানা

ওরে সম্পানওয়ালা

তুই আমারে করলি দিওয়ানা

এলো মেঘ যে এলো ঘিরে

বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনি

মনে স্বপ্ন এলো মেলো

একি শুরু হলো প্রেমের কাহিনি

এলো মেঘ যে এলো ঘিরে

বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনি

মনে স্বপ্ন এলো মেলো

একি শুরু হলো প্রেমের কাহিনি

শুধু তুই শুধু তুই আর চাইছিনা কিছুই

শুধু তুই শুধু তুউ আর চাইছিনা কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছিনা কিছুই

শুধু তুই শুধু তুউ আর চাইছিনা কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছিনা কিছুই

শুধু তুই শুধু তুউ আর চাইছিনা কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছিনা কিছুই

শুধু তুই শুধু তুউ আর চাইছিনা কিছুই

হু হু হু হু না না না না

হু হু হু হু না না না না

ভাল্লাগে হাটতে তোর হাত ধরে

ভাবনা তোর আসছে দিন রাত ধরে

ভাল্লাগে হাটতে তোর হাত ধরে

ভাবনা তোর আসছে দিন রাত ধরে

এলোমেলো দিনটাকে

কি করে খেয়াল রাখে

কেনো আমি এতো করে তোকে চাই..

পারবোনা আমি ছাড়তে তোকে

পারবোনা আমি ভুলতে তোকে

পারবোনা ছেড়ে বাচতে তোকে

হয়ে যা না রাজি একবার....

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম..

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

👉For more @__sazzu__

😍 Thanks for Like n OC😍

Mehr von Souls

Alle sehenlogo

Das könnte dir gefallen