menu-iconlogo
huatong
huatong
avatar

College er koridore dekhechi

Soulshuatong
🌷shydur_rahmanˢˢᴮ🌷huatong
Liedtext
Aufnahmen
কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

আলাপের প্রয়োজনে একদিন

শিরীষ গাছের নিচে দাড়িয়ে

নির্জনে একা পেয়ে বললাম

লজ্জার আবরণ সরিয়ে

আলাপের প্রয়োজনে একদিন

শিরীষ গাছের নিচে দাড়িয়ে

নির্জনে একা পেয়ে বললাম

লজ্জার আবরণ সরিয়ে

তুমি তো বোঝালে

জীবনের মানে কত সুন্দর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

দুপুরের খর রোদে সেই চোখ

দীঘির জলের মত শান্ত

দু’জনেই মুখোমুখি দাড়িয়ে

মুখে নেই নেই কোন শব্দ

দুপুরের খর রোদে সেই চোখ

দীঘির জলের মত শান্ত

দু’জনেই মুখোমুখি দাড়িয়ে

মুখে নেই নেই কোন শব্দ

তুমি তো হারালে

আমাকেই দিয়ে কিছু রোদ্দুর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

কলেজের করিডোরে দেখেছি

চোখদুটি ছিলো যার সুন্দর

মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে

সে যে এই বিরহের অন্তর

সে যে এই বিরহের অন্তর

Mehr von Souls

Alle sehenlogo

Das könnte dir gefallen