menu-iconlogo
huatong
huatong
avatar

মেঘলা দিনে মেঘলা মন "

S.P. Venkateshhuatong
fasterzx4huatong
Liedtext
Aufnahmen
মেঘলা দিনে মেঘলা মন....

খোঁজে তোমায় সারাক্ষণ

মেঘলা দিনে মেঘলা মন...

খোঁজে তোমায় সারাক্ষণ

এসেছে পেখম তুলে.…

মন হারাবার সেই লগন

রিমঝিম বর্ষা এই দিনে

ময়ূরী মনের এ কোনে

বাজে গো বিনা আমি তুমি বিনা

মনেতে তোমার দহন...অঙ্গে...

ঝরে যায় শ্রাবণ

মেঘলা দিনে মেঘলা মন....

খোঁজে তোমায় সারাক্ষণ

এইতো আমি আছি

তোমার কাছাকাছি

পাবে আমায় খুজে...অনুভবে

দু চোখের আড়ালে

আমি যে হারালে

হাত বাড়ালেই তুমি আমাকে পাবে

বলো তোমায় ছেড়ে

কোথায় আমি যাবো

হারিয়ে গেলে তুমি

ফিরে কি আর পাবো

ভালোবাসার আলো ছায়ায়

তোমার মনে. বাজাই...এই মন

সারাটা......জীবন......

Mehr von S.P. Venkatesh

Alle sehenlogo

Das könnte dir gefallen