menu-iconlogo
huatong
huatong
avatar

Tui Phele Esechis Kare Mon (Stk)

Subhadip_Stkhuatong
★Subhadip_Stk™huatong
Liedtext
Aufnahmen
গান: তুই ফেলে এসেছিস কারে

শিল্পী: জয়িতা ঘোষ নিয়োগী

ট্র্যাক: শুভদীপ

কারাওকে: Stk

==============

তুই ফেলে এসেছিস কারে,

মন, মন রে আমার

তাই জনম গেল শান্তি পেলি না রে

মন, মন রে আমার

তুই ফেলে এসেছিস কারে,

মন, মন রে আমার।

Track by:Subhadip

Follow: Subhadip_stk

যে পথ দিয়ে চলে এলি

সে পথ এখন ভুলে গেলি রে

যে পথ দিয়ে চলে এলি

সে পথ এখন ভুলে গেলি রে

কেমন করে ফিরবি তাহার দ্বারে

মন, মন রে আমার।

তুই ফেলে এসেছিস কারে,

মন, মন রে আমার..।

আপনাদের ভালোলাগা আমার সার্থকতা

সকলে ভালো থাকবেন

Track by: Subhadip

নদীর জলে থাকি রে, কান পেতে,

কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে..

নদীর জলে থাকি রে, কান পেতে..,

কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে

মনে হয় যে পাব খুঁজি

ফুলের ভাষা যদি বুঝি রে..

মনে হয় যে পাব খুঁজি

ফুলের ভাষা যদি বুঝি রে..

যে পথ গেছে সন্ধ্যাতারার পারে

মন, মন রে আমার,

তুই ফেলে এসেছিস কারে,

মন, মন রে আমার,

তাই জনম গেল শান্তি পেলি না রে

মন, মন রে আমার

তুই ফেলে এসেছিস কারে,

মন, মন রে আমার।

==== সমাপ্ত ====

ধন্যবাদ সবাইকে

Mehr von Subhadip_Stk

Alle sehenlogo

Das könnte dir gefallen