menu-iconlogo
huatong
huatong
subhashree-jena-chokher-jole-bhasiye-dilam-cover-image

Chokher Jole Bhasiye Dilam

Subhashree Jenahuatong
tolpetolpehuatong
Liedtext
Aufnahmen
সবাই মিউজিক ফলো করে গান করবেন

চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা

খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা

চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা

খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা

তবু তোমার সুখের ব্যাথার জোয়ার

এ বুকে ডাকবো

শুধু তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

আমি তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম

চোখের জলেই দিয়ে যাবো ভালবাসার দাম

তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো

আমি তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

শুধু তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

প্লিজ কেউ কপি করবেননা

আমার আইডিতে ফলো করতে পারেন

সবাই মিউজিক ফলো করবেন

যাকে নিয়ে করলে খেলা,

দিলে এই অবহেলা

দেবে সে চাঁদের আলো,

ঘনালে সন্ধ্যাবেলা

হো..যাকে নিয়ে করলে খেলা

দিলে এই অবহেলা

দেবে সে চাঁদের আলো,

ঘনালে সন্ধ্যাবেলা

যদি কারো হৃদয় ভাঙ্গে,

লিখো প্রেম আমার নামে

আমি আজ বিদায় জানালাম...

সুখে থেকো... ভালো থেকো...

সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো

সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো

তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো

শুধু তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

আমি তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

প্লিজ কেউ কপি করবেননা

আমার আইডিতে ফলো করতে পারেন

সবাই মিউজিক ফলো করবেন

দেবো না দোষ ছলনায়,

ভূলে যাও যদি আমায়

এভাবেই বাসবো ভালো,

চিরদিন আমি তোমায়

হো... দেবো না দোষ ছলনায়,

ভূলে যাও যদি আমায়

এভাবেই বাসবো ভালো,

চিরদিন আমি তোমায়

আজও এই স্বপ্ন আশা,

পেতে চায় ভালবাসা

তবু হায় তোমায় হারালাম...

সুখে থেকো... ভালো থেকো...

সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো

সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো

তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো

শুধু তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

আমি তোমারই থাকবো,

আমি তোমারই থাকবো

Mehr von Subhashree Jena

Alle sehenlogo

Das könnte dir gefallen