menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু হতে চেয়ে তোমার

Subir Nandihuatong
noyan_1453huatong
Liedtext
Aufnahmen
বন্ধু হতে চেয়ে তোমার,শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার,শত্রু বলে গন্য হলাম

তবু একটা কিছু হয়েছি যে

তাতেই আমি ধন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার,শত্রু বলে গন্য হলাম

না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে

আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে

না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে

আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে

তবু অন্য হাজার জনের মাঝেই

আমি অনন্য হলাম,শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার,শত্রু বলে গন্য হলাম

তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়

বিরূপ মনের ভাবনা হলাম সে ও মন্দ নয়

তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়

বিরূপ মনের ভাবনা হলাম সে ও মন্দ নয়

আমি বৈরী হলেও দোষ কি বলো

সে তোমার জন্য হলাম,শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার,শত্রু বলে গন্য হলাম

তবু একটা কিছু হয়েছি যে

তাতেই আমি ধন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার,শত্রু বলে গন্য হলাম

বন্ধু হতে চেয়ে তোমার,শত্রু বলে গন্য হলাম

Mehr von Subir Nandi

Alle sehenlogo

Das könnte dir gefallen

বন্ধু হতে চেয়ে তোমার von Subir Nandi - Songtext & Covers