menu-iconlogo
huatong
huatong
avatar

Vallage chele tor preme porar karon

Sumi Shabnamhuatong
🐦🐦Sujon🇧🇭AMBhuatong
Liedtext
Aufnahmen
Uploded by sujon miah

Singer sumi shabnam

ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে,

তোর কোঁকড়া কোঁকড়া চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে,

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোঁয়া ওঠে,

তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোঁয়া ওঠে,

সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে

সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে।

আরে লাগ ভেলকি চোখে মুখে

ছু মন্তর ছু,

জাদুর কাঁঠি হাতে নিয়ে

দিলাম তোরে ফু,

চাঁদের বুড়ি থুথুড়ী আর চরকা কাটে না

আবোল তাবোল ভাব ধরিলেই

ফ্যাশন যে হয় না,

বন্ধু রে তোর হাতে ধরি আমার মাথা খা

ভেলকি বাজি ছাড়ান দিয়া

ভালো হইয়া যা।

হাতে বালা গলায় মালা

কানে দিয়ে দুল,

বুক খোলা শার্ট পরিয়া

পকেটে নাও ফুল,

মোরগের মাথার মতো

কাটিং মারো চুলে, বন্ধু হে।

ম্যানহোলের ঢাকনার মতো

হাতে পরো ঘড়ি,

পকেটে থাকে না তোমার

কোনো কানাকড়ি,

গলা ছিলা মুরগীর মতন

গোফে মারো কাট, বন্ধু হে।

ছেলে তোর প্রেমে পড়ার কারণ

তোর শ্যামলা শ্যামলা বরণ,

তোর প্রেমে পড়ার কারণ

তোর শ্যামলা শ্যামলা বরণ,

ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে,

ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে।

বন্ধু রে....

ঠুসির মতো চশমা পরে

এদিক ওদিক চাও,

ভুল ভাবে মাঝে মাঝে

ইংলিশে গান গাও,

মাইয়াদের ছবি লাগাইয়া

ফেসবুকও চালাও, বন্ধু হে।

আরে বাপেরও হোটেলে খাইয়া

বাইক নিয়া ঘোরো,

সুন্দরী মাইয়া দেখিলে

মুচকী হাসি মারো,

কুঁজো হয়ে হেঁটে ভাবো

লাগতাছে ফিটফাট, বন্ধু হে।

ছেলে তোর নেশা নেশা চোখে

যেন আগুন জ্বলে বুকে,

ওই নেশা নেশা চোখে

যেন আগুন জ্বলে বুকে,

সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে,

সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে।

ছেলে তোর কোকড়া কোকড়া চুলে

যেন সমুদ্র ঢেউ খেলে,

তোর কোকড়া কোকড়া চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে,

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে,

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোঁয়া ওঠে,

তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোয়া ওঠে,

সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে,

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে,

সেই ধোঁয়া দেখিতে আমার ভাল্লাগে,

ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে,

সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে,

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।

Mehr von Sumi Shabnam

Alle sehenlogo

Das könnte dir gefallen