menu-iconlogo
huatong
huatong
avatar

দুই চাক্কার সাইকেল

surjohuatong
🦋⃟𝄞𝙍𝙅-𝙎𝙐𝙍𝙅𝙊💘𝖲𝖣𝖭𝖩🦋⃟💗huatong
Liedtext
Aufnahmen
Song:দুই চাক্কার সাইকেল

Singer:Sayed Omi & Sanzida Rimi

১ম পার্ট:ছেলে &২য় পার্ট:মেয়ে

M:দেখে তোরে মনে ধরেছে

ওরে ও সুন্দরী..

আরে..দেখে তোরে মনে ধরেছে

ওরে ও সুন্দরী..

আকাশ থেকে নামলো বুঝি

ডানা ছাড়া পরী..

F:কতো পাগল দেখছি আমি

করে ঘোরাঘুরি..

যতই করিস তুই হিরোগিরি

হবে না মন চুরি..

M:তোর ডাগর ডাগর চোখে

কালো কাজল মেখে

নিলিরে দিন দুপুরে পরান কাড়িয়া...

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া..

তোরে দেখামু শহর ঘুরাইয়া..

F:আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া..

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া..

<==Upload:Surjo==>

M:লাগবেরে হাওয়া হাওয়া উড়বেরে চুল

দেখবোরে মনটা ভরে..

F:না না না

পড়বো না তোর ফাঁন্দে ধরা

লাভ নাইরে পিছে ঘুরে....

M:হেই.লাগবেরে হাওয়া হাওয়া উড়বেরে চুল

দেখবোরে মনটা ভরে..

F:না না না

পড়বো না তোর ফাঁন্দে ধরা

লাভ নাইরে পিছে ঘুরে....

M:তোর ডাগর ডাগর চোখে

কালো কাজল মেখে

নিলিরে তুই দিন দুপুরে পরান কাড়িয়া...

আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া..

তোরে দেখামু শহর ঘুরাইয়া..

F:আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া..

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া..

==Music==

M:হাওয়ারি বেগে বেগে চলবে সাইকেল

তোরে লইয়ারে সাথে..

F:আরে কে করবে তোর ইচ্ছে পূরন

সময় নাই আমার হাতে..

M:হেই হাওয়ারি বেগে বেগে চলবে সাইকেল

তোরে লইয়ারে সাথে..

F:দূর ছাই,কে করবে তোর ইচ্ছে পূরন

সময় নাই আমার হাতে..

M:তোর ডাগর ডাগর চোখে

কালো কাজল মেখে

নিলিরে তুই দিন দুপুরে পরান কাড়িয়া..

M:আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া..

তোরে দেখামু শহর ঘুরাইয়া..

F:আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া..

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া..

M:আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া..

তোরে দেখামু শহর ঘুরাইয়া....

F:আমার কাজ নাইরে আর খাইয়া দাইয়া..

আমি ঘুরতে যামু সাইকেলে বইয়া..

**Thanks For Joining **

Mehr von surjo

Alle sehenlogo

Das könnte dir gefallen