menu-iconlogo
huatong
huatong
avatar

Faguner O Mohonay

Surojit Chatterjeehuatong
nettm18huatong
Liedtext
Aufnahmen
ফাগুনেরও মোহনায়

Band Name Bhoomi

Singer Surojit Chatterjee

ফাগুনেরও মোহনায়

ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়

ও মোর মন হারিয়ে যায়,

মোর মন হারিয়ে যায়

কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায়রে

ঝিলমিলিয়ে যায়

ও মোর মন হারিয়ে যায়,

মোর মন হারিয়ে যায়

কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায়রে

ঝিলমিলিয়ে যায়

কোন অচেনা দেশের তরে

তোর সাথে এই তেপান্তরে

মোর মনের প্রজাপতি নাচি নাচি, ঘুরি ঘুরি,

উড়ি উড়ি, উড়ে যায়

মন হারানোর ঠিকানায়

ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়

প্রেম রাঙ্গা মোর কবিতা সুরেরও অন্তরে

ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে

প্রেম রাঙ্গা মোর কবিতা সুরেরও অন্তরে

ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে

সবুজে সবুজে হৃদয় কেমন করে

সবুজে সবুজে হৃদয় কেমন করে

ও মোর দিন উড়িয়া যায়রে,

দিন উড়িয়া যায়

কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে যায়রে,

গুনগুনিয়ে যায়

ও মোর দিন উড়িয়া যায়রে,

দিন উড়িয়া যায়

কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে যায়রে,

গুনগুনিয়ে যায়

তোর স্বপনের ভ্রমরি, মোর প্রেমেরও প্রহরী

তোর স্বপনের ভ্রমরি, মোর প্রেমেরও প্রহরী

হৃদয়েরও বাগিচায় নাচি নাচি, ঘুরি ঘুরি,

উড়ি উড়ি, উড়ে যায়

মন হারানোর ঠিকানায়

ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়

রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনেরও মোহনায়

Mehr von Surojit Chatterjee

Alle sehenlogo

Das könnte dir gefallen