menu-iconlogo
huatong
huatong
syed-abdul-hadi-jeo-na-sathi-cover-image

Jeo Na Sathi

Syed Abdul Hadihuatong
misty_star_litehuatong
Liedtext
Aufnahmen

যেওনা সাথি

যেওনা সাথি

ও ও ও

যেওনা সাথি চলেছো একেলা কোথায়

পথ খুজে পাবেনাকো শুধু একা

যেওনা সাথি

ও ও ও

যেওনা সাথি

সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদুর

সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদুর

আমারও স্বপ্নের মহল তাইতো ভেঙে যে হলো চুর

যেওনা সাথি চলেছ একেলা কোথায়

পথ খুজে পাবেনাকো শুধু একা

যেওনা সাথি

ও ও ও

যেওনা সাথি

আর যে সইতে পারিনা জ্বালা

দোষ না হয় কিছু হয়েছে

আর যে সইতে পারিনা জ্বালা

দোষ না হয় কিছু হয়েছে

পথ হারা পথিকটাতো ঠিকানা ফিরে পেয়েছে

যেওনা সাথি চলেছ একেলা কোথায়

পথ খুজে পাবেনাতো শুধু একা

যেওনা সাথি

ও ও ও

যেওনা সাথি

Thank You

Mehr von Syed Abdul Hadi

Alle sehenlogo

Das könnte dir gefallen