menu-iconlogo
huatong
huatong
syed-hassan-ullah-hussaini-woh-mera-nabi-hai-cover-image

Woh Mera Nabi Hai

Syed Hassan Ullah Hussainihuatong
stacyswhatuneedhuatong
Liedtext
Aufnahmen
নবীর শান

আপলোড বাই মামুন

স্টারমেকার বাউল সংগঠন

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন

রহমাতুল্লাহি আলামিন

আপনি উম্মতের জামীন

রহমাতুল্লাহি আলামিন

আপনি উম্মতের জামীন

গুনাগার উম্মতের আপনজন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আপলোড বাই মামুন

স্টারমেকার বাউল সংগঠন

আপনি নবী আমার জীবন সাথী

অন্ধকার কবরের বাতি

আপনি নবী আমার নি দুনিয়ার ধন,

আপনি নবী আমার জীবন সাথী

অন্ধকার কবরের বাতি

আপনি নবী আমার নি দুনিয়ার ধন।

কবর হাসর মিজানে

থাইকেন নবী আপনি সামনে

কবর হাসর মিজানে

থাইকেন নবী আপনি সামনে

কোন সাধনে নবী পাইবো আপনার মন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আপলোড বাই মামুন

স্টারমেকার বাউল সংগঠন

দেখে আপনার মাজেযা

ভাগ্যবর্তি হোন মা খাদিজা

সঁপিয়া দিলো তার জীবন আর যৌবন।

দেখে আপনার মাজেযা

ভাগ্যবর্তি হোন মা খাদিজা

সঁপিয়া দিলো তার জীবন আর যৌবন।

ধন দৌলত যাহাই ছিলো

আপনার চরনে সব সঁপিয়া দিলো

ধন দৌলত যাহাই ছিলো

আপনার চরনে সব সঁপিয়া দিলো

আপনারে বানাইলো জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আপলোড বাই মামুন

স্টারমেকার বাউল সংগঠন

দেখিয়া হযরত বেল্লাল

রুপেতে হইয়া মাতাল

পাইলো হুমাইয়ার জ্বালাতন।

দেখিয়া হযরত বেল্লাল

রুপেতে হইয়া মাতাল

পাইলো হুমাইয়ার জ্বালাতন।

দেইখা তাহার প্রেম ভক্তি

বেল্লাল রে দিলেন মুক্তি

দেইখা তাহার প্রেম ভক্তি

বেল্লাল রে দিলেন মুক্তি

আপনারে বানাইলো জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

রহমাতুল্লাহি আলামিন

আপনি উম্মতের জামীন

রহমাতুল্লাহি আলামিন

আপনি উম্মতের জামীন

গুনাগার উম্মতের আপনজন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

আল্লাহ নবী মায়ার নবী গো

আপনি নবী আমার জীবনের জীবন।

Mehr von Syed Hassan Ullah Hussaini

Alle sehenlogo

Das könnte dir gefallen