menu-iconlogo
huatong
huatong
avatar

Hasan's Presents_Isse Path

Tajreen Gaharhuatong
Hasan-Mehedi🌊🅱️🅱️🏝huatong
Liedtext
Aufnahmen
ইচ্ছে পথ

তাজরিন গহর

******************************

******************************

ইচ্ছে গুলো ইচ্ছে পাতায়, লুকিয়ে কেন রাখো

দু:খগুলো মিথ্যে সুখের, আবরণে ঢাকো

ইচ্ছে গুলো ইচ্ছে পাতায়, লুকিয়ে কেন রাখো

দু:খগুলো মিথ্যে সুখের, আবরণে ঢাকো

আমার চোখে আকাশ তোমার, স্বপ্নরঙ্গিন আঁকা

চোখটি রাখো আমার চোখে, মেলো এবার পাখা

ইচ্ছে গুলো ইচ্ছে পাতায়, লুকিয়ে কেন রাখো

******************************

প্রজাপতি তুমি, তোমার রঙে রঙে খেলা

মনটাকে ফাকি দিয়ে, কেন করো হেলা

প্রজাপতি তুমি, তোমার রঙে রঙে খেলা

মনটাকে ফাকি দিয়ে, কেন করো হেলা

আমার চোখে আকাশ তোমার, স্বপ্নরঙ্গিন আঁকা

চোখটি রাখো আমার চোখে, মেলো এবার পাখা

ইচ্ছে গুলো ইচ্ছে পাতায়, লুকিয়ে কেন রাখো

******************************

পাতায় পাতায় শিশির ফোটা, বিন্দু বিন্দু জল

ভালোবাসায় ভরিয়ে দেবো, কেন করো ছল

পাতায় পাতায় শিশির ফোটা, বিন্দু বিন্দু জল

ভালোবাসায় ভরিয়ে দেবো, কেন করো ছল

আমার চোখে আকাশ তোমার, স্বপ্নরঙ্গিন আঁকা

চোখটি রাখো আমার চোখে, মেলো এবার পাখা

Mehr von Tajreen Gahar

Alle sehenlogo

Das könnte dir gefallen