menu-iconlogo
huatong
huatong
avatar

Majhe Majhe Tobo Dekha Pai

Tania Mannanhuatong
jn7atvjahuatong
Liedtext
Aufnahmen
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না

কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না

মোহমেঘে তোমারে দেখিতে দেয় না

মোহমেঘে তোমারে

অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না

ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে

ওহে, ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে

ওহে, "হারাই হারাই" সদা হয় ভয়

"হারাই হারাই" সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে

আশ না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া

হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না

কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে

ওহে, কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে

ওহে, এত প্রেম আমি কোথা পাব, নাথ

এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে

আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে

তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না

আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ

ওহে, আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ

ওহে, তুমি যদি বলো এখনি করিব

তুমি যদি বলো এখনি করিব বিষয়-বাসনা বিসর্জন

দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়

দিব তোমার লাগি বিষয়-বাসনা বিসর্জন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না

Mehr von Tania Mannan

Alle sehenlogo

Das könnte dir gefallen