menu-iconlogo
huatong
huatong
avatar

Mittha Shikhali

Tanjib Sarowarhuatong
reneebiehyhuatong
Liedtext
Aufnahmen
অন্তর পুইরা গেল কবে

ধোকায় ডুইবা নিল নদে

আমার ভাংগা তরী

নাহি লাগে জুড়া

ও নয়নও ভোলা

নারে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

অন্তর পুইরা গেল কবে

ধোকায় ডুইবা নিল নদে

আমার ভাংগা তরী

নাহি লাগে জুড়া

ও নয়নও ভোলা

নারে যায় না পারা

চোখ বুজিলে দেখবি আমায় চোখ খোলিলে অনল

ও হাঁসবি এখন করবি তামাশা

চিনবি আসল নকল আমার সয়নে

তরে ছারা কিছু আসেনা কিজে জালা

আমার ভাংগা তরী

নাহি লাগে জুড়া

ও নয়নও ভোলা

নারে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

অযথা মোরে বুঝিলি ভুল

শুনলি না আপন কথা

ও জানি জানি আসবি জানি

রজনীর মালা সাজা

তর রুপেতে কিসের মায়া

তাই ঘরেতে মন থাকে না

ও আমার ভাংগা তরী

নাহি লাগে জুড়া

ও নয়নও ভোলা

নারে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

অন্তর পুইরা গেল কবে

ধোকায় ডুইবা নিল নদে

আমার ভাংগা তরী

নাহি লাগে জুড়া

ও নয়নও ভোলা

নারে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি

মেয়ে তুই আমারে নিশ্য করলি

Mehr von Tanjib Sarowar

Alle sehenlogo

Das könnte dir gefallen