menu-iconlogo
logo

তুমি কেমনে এত নিঠুর হইলা Tumi Kemne

logo
Liedtext
তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্তরও পোড়াইলা....

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া তুমি

কেমনে এত নিঠুর হইলা

অন্তরও পোড়াইলা...

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া তুমি

কেমনে এত নিঠুর..হইলা....

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমি দুঃখের মাঝে

সুখ খুঁজেছি..সারাটা জনম

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমি দুঃখের মাঝে

সুখ খুঁজেছি..সারাটা জনম

তুমি কাছে আইসা

দুঃখটারে বাড়াইয়া গেলা...

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা ফিরিয়া তুমি

কেমনে এত নিঠুর..হইলা...

এই জনমে তোমার আমার

হইবো নারে মিলন

আমার বুকের ভিতর

আগুন জ্বলে..তুষেরই মতন

Music

এই জনমে তোমার আমার

হইবো নারে মিলন

আমার বুকের ভিতর

আগুন জ্বলে..তুষেরই মতন

আমি আরেক জনম

চাইবো শুধু তোমারও লাগিয়া

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া তুমি

কেমনে এত নিঠুর হইলা

অন্তরও পোড়াইলা...

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা..ফিরিয়া তুমি

কেমনে এত নিঠুর..হইলা...

সমাপ্ত