menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
ধর্মের বর্মতে লাগলো যে ধাক্কা

হায় হায় কী উপায়? কে করিবে রক্ষা?

চারিদিকে হাহাকার, গেল সব গেল রে

ধর্মের বর্মতে এ কী ঝড় এলো রে?

ধর্মের বর্মতে লাগলো যে ধাক্কা

হায় হায় কী উপায়? কে করিবে রক্ষা?

চারিদিকে হাহাকার, গেল সব গেল রে

ধর্মের বর্মতে এ কী ঝড় এলো রে?

আমি দেখি পুরোটাই, জাতিকুল খুঁজি না

ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না

কেউ মেরে মরে যায়, কেউ পোষে হায়না

ধর্মের নামে চলে ক্ষমতার বায়না

আমি দেখি পুরোটাই, জাতিকুল খুঁজি না

ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না

কেউ মেরে মরে যায়, কেউ পোষে হায়না

ধর্মের নামে চলে ক্ষমতার বায়না

অবশেষে সব শুনে বড়ো বড়ো মহাজন

পণ করে ধর্মটা বাঁচাবেই আমরণ

শান্তির নাম করে নাম নিয়ে ধর্ম

কারো হাতে তলোয়ার, যুদ্ধের বর্ম

অবশেষে সব শুনে বড়ো বড়ো মহাজন

পণ করে ধর্মটা বাঁচাবেই আমরণ

শান্তির নাম করে নাম নিয়ে ধর্ম

কারো হাতে তলোয়ার, যুদ্ধের বর্ম

আমি দেখি পুরোটাই, জাতিকুল খুঁজি না

ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না

কেউ মেরে মরে যায়, কেউ পোষে হায়না

ধর্মের নামে চলে ক্ষমতার বায়না

আমি দেখি পুরোটাই, জাতিকুল খুঁজি না

ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না

কেউ মেরে মরে যায়, কেউ পোষে হায়না

ধর্মের নামে চলে ক্ষমতার বায়না

কতশত লাশ পড়ে, কত ভাঙা পরিবার

বাড়ে শুধু আহাজারি, সব পুড়ে ছারখার

গোটা দেশ ভাগ হয়, হিন্দু-মুসলমান

ভাগ হয় পরিবার, ভিটে-বাড়ি-সন্মান

কতশত লাশ পড়ে, কত ভাঙা পরিবার

বাড়ে শুধু আহাজারি, সব পুড়ে ছারখার

গোটা দেশ ভাগ হয়, হিন্দু-মুসলমান

ভাগ হয় পরিবার, ভিটে-বাড়ি-সন্মান

আমি দেখি পুরোটাই, জাতিকুল খুঁজি না

ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না

কেউ মেরে মরে যায়, কেউ পোষে হায়না

ধর্মের নামে চলে ক্ষমতার বায়না

আমি দেখি পুরোটাই, জাতিকুল খুঁজি না

ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না

কেউ মেরে মরে যায়, কেউ পোষে হায়না

ধর্মের নামে চলে ক্ষমতার বায়না

Mehr von Tasrif Khan/Tanbhir Siddiki/Tanjeeb Khan

Alle sehenlogo

Das könnte dir gefallen