menu-iconlogo
huatong
huatong
avatar

Cha Baganer Gaan

The Folk Diaryzhuatong
ninia8585huatong
Liedtext
Aufnahmen
একটি কলির দুইটি পাত, তাহি তো পেটের ভাত

একটি কলির দুইটি পাত, তাহি তো পেটের ভাত

পাহি পাহি পাতা তরি, তকরি ভরাই

পাহি পাহি পাতা তরি, তকরি ভরাই

হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়

এ সখি জিয়ে কি উপায়

হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়

এ সখি জিয়ে কি উপায়

দু' টাকার বাজার করি, বাকি আনি লাউ পানি

দু' টাকার বাজার করি, বাকি আনি লাউ পানি

সারাদিন পাতা তরি হপ্তা হিসাব পাই

সারাদিন পাতা তরি হপ্তা হিসাব পাই

হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়

এ সখি জিয়ে কি উপায়

হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়

এ সখি জিয়ে কি উপায়

বাবু ভাই'র ছানা পোনা ইস্কুল পরে যায় রে

বাবু ভাই'র ছানা পোনা ইস্কুল পরে যায় রে

মজুর ছানা পোকা বিচে যায়

মজুর ছানা পোকা বিচে যায়

হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়

এ সখি জিয়ে কি উপায়

হায়রে, হায়রে হায়, হায়রে হায়রে হায়রে হায়

এ সখি জিয়ে কি উপায়

হরিয়ালি চায় কে বাগানে, গাছে ধরে সোনা রুপা হে

হরিয়ালি চায় কে বাগানে, গাছে ধরে সোনা রুপা হে

হরিয়ালি চায় কে বাগানে, গাছে ধরে সোনা রুপা হে

হরিয়ালি চায় কে বাগানে, গাছে ধরে সোনা রুপা হে

Mehr von The Folk Diaryz

Alle sehenlogo

Das könnte dir gefallen