menu-iconlogo
huatong
huatong
the-highway-bangladesi-band-obosthan-cover-image

Obosthan অবস্থান

The Highway Bangladesi Bandhuatong
rodneyduggerhuatong
Liedtext
Aufnahmen
তুমি সাইকেল চালানো শিখবে তাই

আমি আজো সাইকেলে ঘুরে বেড়াই

শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা..

তুমি কবিতাগুলো পড়বে তাই আমি

আজো রাত জেগে ছন্দ সাজাই

রাত শেষে শুধু ভোর ফিরে আসে না..

আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই

ব্যাগে আজো রাখি পিজিক্স বই

শুধু তুমি নেই তাই বইটা খুলি না..

তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে

আমি সিগারেট আজো লুকিয়ে শুধু

এখনতো কেউ বারণ আর করে না..

তুমি এতো সহজে ভুলতে পারো

অন্য কাউকে জড়িয়ে ধরো

আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..

আজ অবাক লাগে তোমায় দেখে

আমায় আজ তোমার অচেনা লাগে

এতো ভালো অভিনয় কেনো জানিনা..

তুমি চশমাটা খুলে রাখবে তাই

আমি আজো ভুল করে পেছনে তাকাই

শুধু কালো ওই চোখ দুটো দেখিনা..

আমি আজো আনমনে হারিয়ে যাই

তাই ভুল করে এই হাতটা বাড়াই

শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা..

তুমি লিখবে আমায় এই ভেবে আমি

আজো করি অপেক্ষা তবে

অপেক্ষার শেষ কবে জানিনা..

তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি

স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু

নতুন করে স্বপ্ন দেখিনা..

তুমি এতো সহজে ভুলতে পারো

অন্য কাউকে জড়িয়ে ধরো

আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..

আজ অবাক লাগে তোমায় দেখে

আমায় আজ তোমার অচেনা লাগে

এতো ভালো অভিনয় কেনো জানিনা..

তুমি এতো সহজে ভুলতে পারো..

আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা..

অচেনা তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে

অবাক লাগে কি বিবেক তোমার..

তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি

স্মৃতিগুলকেই জড়িয়ে শুধু

নতুন করে.....

Das könnte dir gefallen