menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi kar posa pakhi

Tipuhuatong
Tipu_sultan07huatong
Liedtext
Aufnahmen
তুমি কার পোষা পাখি

তুমি কার পোষা পাখি

কাজল বরন আঁখি

কার পোষা পাখি

কাজল বরন আঁখি

রক্ত জবার মত তোমার মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ

প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি

এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি

আরে আপন করে রেখেছি আরে আপন করে রেখেছি

আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

দেখতাম না আর তোর ঐ মায়া মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়

ফাঁক পেলে পলাইয়া যাইবো জঙ্গলের কোন অজানায়

জঙ্গলের কোন অজানায় জঙ্গলের কোন অজানায়

আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

দেখতাম না আর তোর মায়া মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ

আজিজুল দেওয়ান ভেবে বলে

ওরে আমার মন ভোলা

দিন থাকিতে গেল বেলা

একবার ফিরে না চাইলা

তুমি একবার ফিরে না চাইলা তুমি একবার ফিরে না চাইলা

আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

দেখতাম না আর তোর মায়া মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ

Mehr von Tipu

Alle sehenlogo

Das könnte dir gefallen