menu-iconlogo
huatong
huatong
avatar

পাথরের পৃথিবীতে কাঁচের Pathorer Prithibite Kacher Hridoy

Topon Choudhury/Shakila Zafarhuatong
razbgurlshuatong
Liedtext
Aufnahmen
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

মরণ নিয়ে তারাই ভাবে

যারা ভালোবাসিতে জানেনা

সোনার জাতি তারাই খোঁজে

যারা হৃদয়টাকে চেনেনা

ভালোবাসার অনুভবে

দুচোখভরা স্বপ্ন রবে

আরতো কিছুই চাইনা তবু প্রেমেরতো শেষ হবেনা

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে

সোনার পালঙ্ক চাইনাআমি যদিরাখো জড়িয়ে আদরে

তাজমহলের শ্বেত পাথরে

নাইবা গেলাম খোদাই করে

দুটিনামের ঠিকানা তবু প্রেমেরতো শেষ হবেনা

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

লা লা লা লা লা লা………

হুম হুম হুম হুম হুম....

লা লা লা লা লা লা………

হুম হুম হুম হুম হুম....

Mehr von Topon Choudhury/Shakila Zafar

Alle sehenlogo

Das könnte dir gefallen