menu-iconlogo
huatong
huatong
avatar

Tomay Dilam Bhubon Dangar Hashi

Topu/Nancyhuatong
salorso_11yeclahuatong
Liedtext
Aufnahmen
সোনার মেয়ে

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

তোমায় দিলাম মধ্য দিনের

টিনের চালের বৃষ্টি রাশি

আরো দিলাম রৌদ্র ধোয়া

সবুজ ছোঁয়া পাতার বাঁশি

মুখে বল্লাম না..

বল্লাম না রে ভালোবাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

INTERLOUD

হারাবো হৃদয় টানে, ভালোবাসার একটু মানে

ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি

INTERLOUD

হারাবো হৃদয় টানে, ভালোবাসার একটু মানে

ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি

আবেগে মেঘের ভেতর, পৃথিবীর সব আদর

তুমি হবে আমার ভেবে দুচোখ বুঝি

প্রজাপতি হৃদয়টা এই, আমাতে নেই

এ যে কি, হলো আমার কোথায় আমি ভাসি

তোমাকেই..

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

তোমাকেই..

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

INTERLOUD

সোনার মেয়ে

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

তোমাকে..

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

তোমায় দিলাম মধ্য দিনের

টিনের চালের বৃষ্টি রাশি

আরো দিলাম রৌদ্র ধোয়া

সবুজ ছোঁয়া পাতার বাঁশি

মুখে বল্লাম না....

বল্লাম না রে ভালোবাসি

তোমাকেই..

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

সোনার মেয়ে

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

তোমাকেই..

তোমায় দিলাম ভোবন ডাঙ্গার হাসি

Mehr von Topu/Nancy

Alle sehenlogo

Das könnte dir gefallen