menu-iconlogo
huatong
huatong
avatar

এক টা গোপন কথা ছিলো বলবার বন্ধু সময়

Topuhuatong
osuphxhuatong
Liedtext
Aufnahmen
একটা গোপন কথা ছিল বলবার

বন্ধু, সময় হবে কি তোমার ।

একবার শুনে ভুলে যেও বারবার

ভুলেও কাওকে বলনা আবার ।

মুখে ভালবাসি না, বলে মনেতে প্রেম নিয়ে

চলে আসে অনেকেই

এত দিন ছিল সাধারণ

তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে

মন, আঁধারে নীলিমায় .

তোমাকে ...আজ খুজতে চায় ।

জানি না, কোথায় পাবো তোমায়

একবার এসে দেখো আমায় ।

ভেবেছি তাই এবার, যাকিছু হবে হবার

হোক তবু করে স্বীকার ।

পরাজয় মেনে নিয়ে, সব কিছু ভুলে গিয়ে

চাইব আমার অধিকার ।

কাপালে যা আছে লেখা, মনে যদি পাইয়ো

ব্যাথা দেখে নিব আমি এর শেষ ।

মিথ্যে অভিনয় আর নয় আর নয়

এই ভাল আছি এই বেশ ।

মন, আঁধারে নীলিমায়

তোমাকে আজ খুজতে চায় ।

জানিনা, কোথায় পাবো তোমায়

একবার এসে দেখো আমায় ।

Ekla Mon Sujon,

প্রতিদিন এগলি অগলিতে ঘুরঘুরি।

কেটে যায় সময় আসে রাত ।

মিঠা বাকা করে চুল বাঁধে প্রেম পরে দেখ

ছেলেটাও পরে, ফুলহাতা শার্ট ।

এই দেখে হাসাহাসি, গানটাকে ভালবাসি

এই ভাল আছি এই স্বপ্ন আমার ।

কখনও বুঝিনি যে দায়টা ছিল সূচনা

আছে বাকি স্বপ্নের উপসংহার ।

মন, আঁধারে নীলিমায় ।

তোমাকে আজ খুজতে চায় ।

জানি না, কোথায় পাবো তোমায়

একবার এসে দেখো আমায়।

Ekla Mon Sujon

Mehr von Topu

Alle sehenlogo

Das könnte dir gefallen

এক টা গোপন কথা ছিলো বলবার বন্ধু সময় von Topu - Songtext & Covers