menu-iconlogo
huatong
huatong
track--cover-image

ᴴᴰ কাল'তো ছিলাম ভালো আজ আমার

Trackhuatong
wheelangohuatong
Liedtext
Aufnahmen

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না না না

একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না না না

একেলা রইতে পারি না

লাজেরি কলি ফুটিয়ে দিলো

হাতেরি পরশে

কারে যে বলি মরি যে আমি

কুমারি বয়সে

লাজেরি কলি ফুটিয়ে দিলো

হাতেরি পরশে

কারে যে বলি মরি যে আমি

কুমারি বয়সে

ঘরে যে মন টিকে না

বাহিরে সুখ মিলে না

না না না

এই জালা সইতে পারি না

না না

একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না

না না

একেলা রইতে পারি না

কে যেন ডাকে আমারে ডাকে

লুকিয়ে আড়ালে

সমুকে পেলে জড়াবো তারে

বুকেরি আচলে

কে যেন ডাকে আমারে ডাকে

লুকিয়ে আড়ালে

সমুকে পেলে জড়াবো তারে

বুকেরি আচলে

হৃদয়ে তার ঠিকানা

জানে না কেউ জানে না

না না না

তারে যে ভুলতে পারি না

না না

একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না

না না

একেলা রইতে পারি না

গান সেভ করে লাইক করবেন প্লিজ

ধন্যবাদ সবাই কে

Mehr von Track

Alle sehenlogo

Das könnte dir gefallen