menu-iconlogo
huatong
huatong
avatar

Ekla Srabon

Trissha Chatterjeehuatong
skeeteryoungohuatong
Liedtext
Aufnahmen
একলা শ্রাবণ সে যায় কোথায়?

মনের বারণ শোনা কি যায়?

সন্ধ্যা নামে ছায়াপথ ধরে আজ

কুয়াশা ঘনায়

একলা শ্রাবণ সে যায় কোথায়?

মনের বারণ শোনা কি যায়?

ছিল কি রাতের কিনারে কথার অবসান?

ছিল কি সাগর কিনারে মনের বালিঘর?

মেঘে মেঘে ছায়া পড়ে

স্বপ্ন ওড়ে কোন সে ঝড়ে

তবুও কখন না জানি সে মন কেন হারায়

আজ ভেসে যায়

একলা শ্রাবণ সে যায় কোথায়?

মনের বারণ শোনা কি যায়?

চৈত্র শেষের সে বনে পাতা ঝরানো

আনমনে কোন সে পথে শুধু হারানো

কত না দিন, আর সে কী জল

কত কথা এমন রাঙায়

তারার সাথে চুপ সে রাতে শুধু জাগায়

বলতে কী চায়?

একলা শ্রাবণ সে যায় কোথায়?

মনের বারণ শোনা কি যায়?

সন্ধ্যা নামে ছায়াপথ ধরে আজ

কুয়াশা ঘনায়

একলা শ্রাবণ সে যায় কোথায়?

মনের বারণ শোনা কি যায়?

Mehr von Trissha Chatterjee

Alle sehenlogo

Das könnte dir gefallen