menu-iconlogo
huatong
huatong
avatar

Ⓜ️তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া

Tumi arekbar ashiya jao more kandaiyahuatong
nightflightonehuatong
Liedtext
Aufnahmen
শিল্পীঃ রথীন্দ্রনাথ রায়

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কান্দতে চাই

পোড়া বুকে দারুন খরা

চোখের পানি চোখে নাই

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

plz like my song

না পারিলাম বাঁচতে আমি

না পারিলাম মরতে

না পারিলাম পিরিতেরই সোনার পাখি ধরতে

আমি একূল থেকে অকূল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখিলাম

একূল থেকে অকূল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখিলাম

আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

follow me

না বাঁধিলাম ডাঙাতে ঘর

না ডুবিলাম জলে

না পাইলাম কূল কারো মনে

না ভাসলাম অকূলে

তোমায় নাইবা পেলাম এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

তোমায় নাইবা পেলাম এই জনমে

সঙ্গী হবো তোমার সনে

সকল বন্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কান্দতে চাই

পোড়া বুকে দারুন খরা

চোখের পানি চোখে নাই

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কান্দতে চাই

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

THE AND

Das könnte dir gefallen