menu-iconlogo
huatong
huatong
avatar

Halka Meresi Vai Lal pani- হালকা মেরেছি ভাই লাল পানি

Upload By: Dukhi Morshedhuatong
DukhiMorshed24huatong
Liedtext
Aufnahmen
আপলোড: দুঃখী মোরশেদ

গান: হালকা মেরেছি ভাই লাল পানি

মিউজিক:

আপলোড: দুঃখী মোরশেদ

আমার মনটা যে আজ এলোমেলো

কি করি বলনা

চারি পাশে দেখি কত রুপসি ললনা

ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখ খানি...

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

আমার মনটা যে আজ এলোমেলো

কি করি বলনা

চারি পাশে দেখি কত রুপসি ললনা

ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখ খানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

মিউজিক:

নেশা করে বন্ধু তুমি হয়েছো মাতাল

কেমন করে পাবে তুমি প্রেমিকার নাগাল

মিউজিক:

এমন কথা বল্লে হবে প্রেমের অপমান

তোমায় কত ভালোবাসি জানে আমার প্রাণ

কেমন করে মিথ্যা কথা করো তুমি আমদানি

একটু হালকা মেরেছি তুমি লাল পানি

একটু হালকা মেরেছি তুমি লাল পানি

হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

মিউজিক:

তোমার আমার ভালোবাসা একটি দিনের নয়

সারাক্ষণই আমার হৃদয় তোমার কথা কয়

মিউজিক:

আমার মনে তুমি আছো বলতে দিবানি

জনম জনম আমার করে চাইবো তোমাকে

বৌ সাজিয়ে আনবো ঘরে পড়াবো তোমায় জামদানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

আমার মনটা যে আজ এলোমেলো

কি করি বলনা

চারি পাশে দেখি কত রুপসি ললনা

ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখ খানি...

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

হালকা মেরেছি ভাই লাল পানি

একটু হালকা মেরেছি ভাই লাল পানি

Mehr von Upload By: Dukhi Morshed

Alle sehenlogo

Das könnte dir gefallen