menu-iconlogo
huatong
huatong
avatar

Ke prothom kache Esechi by utthan Ghatak

UTTHAN GHATAKhuatong
🌀GHATAK_STAR•🎻SST🎻•huatong
Liedtext
Aufnahmen
TRACK BY UTTHAN GHATAK MALE FEMALE

M কে প্রথম কাছে এসেছি

F কে প্রথম চেয়ে দেখেছি,

M কিছুতেই পাই না ভেবে

M&F কে প্রথম ভালবেসেছি,

F তুমি না অমি ?

F কে প্রথম কাছে এসেছি

M কে প্রথম চেয়ে দেখেছি,

F কিছুতেই পাই না ভেবে

M কে প্রথম ভালবেসেছি,

M &F তুমি না অমি ?

MUSIC

Fডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া

কার অনুরাগে কে গো দিশাহারা,

ডেকেছি কে আগে

M কে দিয়েছে সাড়া

কার অনুরাগে কে গো দিশাহারা,

F কে প্রথম মন জাগানো সুখে হেসেছি

M &Fতুমি না অমি?

M কে প্রথম কাছে এসেছি

M &Fকে প্রথম চেয়ে দেখেছি,

M&fকিছুতেই পাই না ভেবে

M&Fকে প্রথম ভালবেসেছি,

M&Fতুমি না অমি ?

MUSIC BY UTTHAN GHATAK

F কে প্রথম কথা দিয়েছি

M দুজনার এ দুটি হৃদয়,

Fএকাকার করে নিয়েছি।

Mশুরু হল কবে এত চাওয়া পাওয়া

Mএকই অনুভবে একই গান গাওয়া,

শুরু হল কবে

Fএত চাওয়া পাওয়া

Fএকই অনুভবে একই গান গাওয়া,

Mকে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি

M&Fতুমি না অমি?

M&Fকে প্রথম কাছে এসেছি

M&Fকে প্রথম চেয়ে দেখেছি,

M&Fকিছুতেই পাই না ভেবে

M&Fকে প্রথম ভালবেসেছি,

M&Fতুমি না অমি ?

Mehr von UTTHAN GHATAK

Alle sehenlogo

Das könnte dir gefallen