গানঃ যে আমাকে দিল ব্যথা
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
বিরহ গান
সৌজন্যে স্বপ্ন ফ্যামিলি
Room Id 946260
যে আমাকে দিল ব্যথা
সে তবু আছে অন্তরে
তার কথা ভেবে ভেবে
দুটি চোখে অশ্রু ঝড়ে,
যে আমাকে দিল ব্যথা
সে তবু আছে অন্তরে
তার কথা ভেবে ভেবে
দুটি চোখে অশ্রু ঝড়ে,
হারানো,, এ প্রেম
ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে
বারেবারে
হারানো,, এ প্রেম
ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে
বারেবারে
স্বপ্ন ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন সবাইকে
Room Id 946260
ভালোবেসে হবে এমন
কি করে বলো হাই
করি বিশ্বাস,
অপেক্ষা করুন
হুম,, হারিয়ে তোমায়
স্মৃতি নিয়ে
কষ্টের সাথে আজ
করি বসবাস,
হারানো,, এ প্রেম
ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে
বারেবারে,
যে তোমাকে দিল ব্যথা
সে তবু আছে অন্তরে
তার কথা ভেবে ভেবে
দুটি চোখে অশ্রু ঝড়ে,
স্বপ্ন ফ্যামিলির পাশে থাকুন,
দয়া করে কেউ মিউজিক অথবা লিরিক্স কপি করবেন না
Room Id 946260
চিন্তে তোমায় পারিনি আমি
পাশাপাশি থেকেও এতোটা সময়
অপেক্ষা করুন
হুম,,বুঝিনি আগেএএ
এই পরিণাম
মন হবে শুধু এই পরাজয়,
হারানো,, এ প্রেম
ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে
বারেবারে,
যে আমাকে দিল ব্যথা
সে তবু আছে অন্তরে
তার কথা ভেবে ভেবে
দুটি চোখে অশ্রু ঝড়ে,
যে আমাকে দিল ব্যথা
সে তবু আছে অন্তরে
তার কথা ভেবে ভেবে
দুটি চোখে অশ্রু ঝড়ে,
হারানো,, এ প্রেম
ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে
বারেবারে
হারানো,, এ প্রেম
ভুলে যেতে চেয়ে শুধু মনে পড়ে
বারেবারে,
যে আমাকে দিল ব্যথা
সে তবু আছে অন্তরে
তার কথা ভেবে ভেবে
দুটি চোখে অশ্রু ঝড়ে এহে
ধন্যবাদ