menu-iconlogo
huatong
huatong
avatar

Asha

Warfazehuatong
༒⑅⃝🎸𝗟𝗜𝗠𝗢𝗡_𝗖𝗛༒⃝🦅𝗕⭕𝗣༒huatong
Liedtext
Aufnahmen
জীবন আমার

বড় বদলে গেছে

তুমি কোথায় আছো কেমন

আশা ছিলো তোমাকে পাবার

তুমি ছিলে হৃদয়ে আমার

জীবন আমার বড় বদলে গেছে

তুমি কোথায় আছো কেমন

আশা ছিলো তোমাকে পাবার

তুমি ছিলে হৃদয়ে আমার

প্রতিদিন আমার......

মনে পড়ে তোমার অতীত স্মৃতিগুলো

ভালোবাসায়...........

মনে আশা ছিলো, কেন এমন হলো

তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায়

চলে গেলে কোথায়, কোন দূর অজানায়

জীবন আমার

বড় বদলে গেছে

তুমি কোথায় আছো কেমন

আশা ছিলো তোমাকে পাবার

তুমি ছিলে হৃদয়ে আমার

স্বপন নেই চোখে.........

আশা নেই বুকে, ভেঙ্গে গেল ঝড়ে

আবেগ নেই মনে........

শুধু তোমায় পড়ে আমার মনে

ব্যথারই স্রোতে মন আমার হারাতে যে চায়

চলে গেলে কোথায়, কোন দূর অজানায়

জীবন আমার বড় বদলে গেছে

তুমি কোথায় আছো কেমন

আশা ছিলো তোমাকে পাবার

তুমি ছিলে হৃদয়ে আমার

Mehr von Warfaze

Alle sehenlogo

Das könnte dir gefallen