menu-iconlogo
huatong
huatong
avatar

Arale Harale

Xefer/Sanjoy/Muzahuatong
sanosano1huatong
Liedtext
Aufnahmen
মানা করলে শুনে না সে বারণ

মন মানে না রে

কাছে টানলে দূরে সে যায় সরে

বলবো কি তারে?

দিশেহারা এই মনে

সব চলছে আরামে

তবু নাই কি যেন

খুঁজছি কিছু ভাল্লাগে না রে

কেন আড়ালে হারালে যখন আমি চাই

কিছু বলতে চাই, বলবো না, দ্বিধা লাগে তাই

কেন আড়ালে হারালে যখন আমি চাই

কাছে পেতে চাই তোমাকে, তোমাকে না চাই

যদি তুমি তো আমাকে চাও

মনের কথা এসে বলে দাও

Maybe চাই আমিও একটু একটু

নিজের থেকে কিছু বলার নাই

যদি না আসো জীবনে

স্বপ্নে কেন আসো রে?

এতো কিছু বোঝ যে

মন কেন বোঝ না রে?

কেন আড়ালে হারালে যখন আমি চাই

কিছু বলতে চাই, বলবো না, দ্বিধা লাগে তাই

কেন আড়ালে হারালে যখন আমি চাই

কাছে পেতে চাই তোমাকে, তোমাকে না চাই

You walk it like you talk it

Baby এটা আমি চাই

You just walk it like there's nothing

সবই যেন আমার দায়

So flirt with me just a bit

অল্পতে কি সব শেষ

Tell me that this ain't it

Stop playing so hard to get

কেন আড়ালে হারালে যখন আমি চাই

কিছু বলতে চাই, বলবো না, দ্বিধা লাগে তাই

কেন আড়ালে হারালে যখন আমি চাই

কাছে পেতে চাই তোমাকে, তোমাকে না চাই

Mehr von Xefer/Sanjoy/Muza

Alle sehenlogo

Das könnte dir gefallen