Home
Songbook
Upload Tracks
Recharge
DOWNLOAD APP
*দুঃখ দেয়ার মানুষটাও
*দুঃখ দেয়ার মানুষটাও
অনুরাধা পাডোয়াল/প্রিয় তুমি
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛
Sing
Lyrics
Recordings
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়,
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==চয়েজ বাই রনিশা==-
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
==============
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
যে বরষায় আশায় আশায়
কাটবো আমি আবার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==আপলোড বাই মজিবুর==-
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
===============
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
বুঝি কোনদিন অন্তবিহীন
কাটবে না এ আঁধার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়;
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
====ধন্যবাদ====
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়,
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==চয়েজ বাই রনিশা==-
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
==============
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
যে বরষায় আশায় আশায়
কাটবো আমি আবার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==আপলোড বাই মজিবুর==-
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
===============
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
বুঝি কোনদিন অন্তবিহীন
কাটবে না এ আঁধার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়;
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
====ধন্যবাদ====
অনুরাধা পাডোয়াল/প্রিয় তুমি
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛
Sing in App
Lyrics
Recordings
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়,
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==চয়েজ বাই রনিশা==-
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
==============
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
যে বরষায় আশায় আশায়
কাটবো আমি আবার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==আপলোড বাই মজিবুর==-
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
===============
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
বুঝি কোনদিন অন্তবিহীন
কাটবে না এ আঁধার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়;
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
====ধন্যবাদ====
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়,
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==চয়েজ বাই রনিশা==-
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
==============
আমার আকাশ মেঘে ঢাকা
করছে গুরু গুরু,
কেন সহসা কোন বরষা
হয় না তবু শুরু
যে বরষায় আশায় আশায়
কাটবো আমি আবার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
-==আপলোড বাই মজিবুর==-
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
===============
সব মানুষের দুঃখ-সুখের
থাকে স্মৃতি কত,
নেই তো এমন নিঃস্ব জীবন,
কারো আমার মত
বুঝি কোনদিন অন্তবিহীন
কাটবে না এ আঁধার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়।
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার,
দু'চোখে জমানো অশ্রু আজ
হয়েছে পাথর পাহাড়;
দুঃখ দেয়ার মানুষটাও
হারিয়ে গেছে আমার।
====ধন্যবাদ====
More From অনুরাধা পাডোয়াল/প্রিয় তুমি
See all
মোর ঘুমঘোরে এলে মনোহর নমো নম
অনুরাধা পাডোয়াল
103 recordings
Sing
রাধা এখনো কেঁদে যায়/Radha Ekhono Kende Jaye
অনুরাধা পাডোয়াল
17 recordings
Sing
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
অনুরাধা পাডোয়াল/অচেনা অতিথি
23 recordings
Sing
জীবনে তো দেখেছি রং যে হাজার
অনুরাধা পাডোয়াল
5 recordings
Sing
You May Like
Bengali Picks
Sing in App
*দুঃখ দেয়ার মানুষটাও by অনুরাধা পাডোয়াল/প্রিয় তুমি - Lyrics & Covers