menu-iconlogo
huatong
huatong
avatar

মাঝ রাতে চাঁদ যদি/Majhrate Chad Jodi HD

অবসকিউরhuatong
◤⭕ITTADY⭕ইত্যাদি💞huatong
Lyrics
Recordings
---------------------------

আপলোড/সোহেল

ইত্যাদি, ফ্যামিলি।

----------------------------

মাঝ রাতে চাঁদ যদি

আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

মাঝ রাতে চাঁদ যদি

আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

---------------------------

আপলোড/সোহেল

ইত্যাদি, ফ্যামিলি।

----------------------------

আকাশের বুক চিরে যদি ঝরে জল

বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো

আকাশের বুক চিরে যদি ঝরে জল

বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো

সরোবরে যদি ফোটে রক্ত কমল

অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো

মাঝ রাতে চাঁদ যদি

আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

---------------------------

আপলোড/সোহেল

ইত্যাদি, ফ্যামিলি।

----------------------------

রূপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি

রূপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি

স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে

বুঝে নিও আমি আছি কাছাকাছি

মাঝ রাতে চাঁদ যদি

আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

মাঝ রাতে চাঁদ যদি

আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি

More From অবসকিউর

See alllogo

You May Like