menu-iconlogo
huatong
huatong
avatar

আদর চাইলে আদর দিমুরে সোহাগী/

আকাশ মাহমুদhuatong
rkmarfurthuatong
Lyrics
Recordings
হায়রে হায়

হায়রে হায়

আদর চাইলে আদর দিমুরে সোহাগী

তুমি আদর চাইলে আদর দিমুরে সোহাগী

মন দিমুনা হায়রে তোমায়, হায়রে হায়

তুমি সোহাগ চাইলে সোহাগ দিমুরে সোহাগী

মন দিমুনা হায়রে তোমায়, হায়রে হায়

================

গানঃ আদর দিমুরে সোহাগী

শিল্পীঃ আকাশ মাহমুদ

কথা ও সুরঃ জাহাঙ্গীর রানা

================

রূপ সোহাগী রূপটা বোঝ

ঝাঁপ মারো তার গায়

বাহির লইয়া টানাটানি

অন্তরটা কে চায়

রূপ সোহাগী রূপটা বোঝরে সোহাগী

ঝাঁপ মারো তার গায়

বাহির লইয়া টানাটানিরে সোহাগী

অন্তরটা কে চায়

ও তুমি রূপ চেয়েছ রূপটাই দিমুরে সোহাগী

মন দিমুনা হায়রে তোমায়, হায়রে হায়

তুমি আদর চাইলে আদর দিমুরে সোহাগী

মন দিমুনা হায়রে তোমায়, হায়রে হায়

~~~~~~~~~~~~~~~~

SM ID: 13373096057

MUSIC STUDIO FAMILY

===Stay Tuned===

মন দিয়া কি ফল হইবে

না বুঝলে মন হায়

মনের বদল মন না দিলে

মন কি পাওয়া যায়

মন দিয়া কি ফল হইবেরে সোহাগী

না বুঝলে মন হায়

মনের বদল মন না দিলেরে সোহাগী

মন কি পাওয়া যায়

ও তুমি হিরা ফেলে কাঁচ তুলেছো রে সোহাগী

হিরা দিমুনা রে তোমায়, হায় রে হায়

তুমি সোহাগ চাইলে সোহাগ দিমুরে সোহাগী

মন দিমুনা হায়রে তোমায়, হায়রে হায়

~~~~~~~~~~~~~~~~

= নতুন HD মিউজিক পেতে=

==ফলো দিয়ে সাথে থাকুন==

Mr. Aziz

SM ID: 13373096057

MUSIC STUDIO FAMILY

===============

পুরুষের মন প্রেমের খনি

যে দেখিতে পায়

জাহাঙ্গীর রানা সেই কথা

গানে গানে গায়

পুরুষের মন প্রেমের খনিরে সোহাগী

যে দেখিতে পায়

জাহাঙ্গীর রানা সেই কথা রে সোহাগী

গানে গানে গায়

ও তুমি ঘর ছেড়েছ বাহির পাইয়ারে সোহাগী

ঘর দিমুনা হায়রে তোমায়, হায়রে হায়

তুমি আদর চাইলে আদর দিমুরে সোহাগী

মন দিমু না হায়রে তোমায়, হায়রে হায়

==[Thank You]==

More From আকাশ মাহমুদ

See alllogo

You May Like