menu-iconlogo
huatong
huatong
avatar

কানবা নিরালাতে

আকাশ মাহমুদhuatong
MdJiaur_star847huatong
Lyrics
Recordings
ওওও ওওও ওওওহো

ওওও ওওও ওওওহো

ওওও ওওও ওওওহো

ওওও ওওও ওওওহো

আমি তো তাও কান্দি পথে পথে

তুমি বন্ধু কানবা নিরালাতে

আমি তো তাও কান্দি পথে পথে

তুমি একদিন কানবা নিরালাতে

পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

আমায় পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

পারলাম না রে জীবনের রঙ মেলাতে

তুমি বন্ধু কানবা নিরালাতে

আমি তো তাও কান্দি পথে পথে

দেইখো তুমি কানবা নিরালাতে

।।।।।।।।।।।।।

বনে লাগলে আগুন দেখে সবাই চোখে

মনের আগুন দেখে নারে কেউ

একলা পুরি কেনো আমি ধুকে ধুকে

ছোট্ট বুকে পাহাড় সমান ঢেউ

পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

আমায় পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

পারবা কি আর সুখের সেদিন ফেরাতে

দেইখো তুমি কানবা নিরালাতে

আমি তবু কান্দি পথে পথে

তুমি বন্ধু কানবা নিরালাতে

ওওওও ওওও ওওওহো

ওওওও ওওও ওওওহো

ওওওও ওওও ওওওহো

ওওওও ওওও ওওওহো

।।।।।।।।।।।।।।।।।

আমার মনে কইরা ক্ষত ঘুমাও তুমি সুখে

মরার মত এই জীবন বাঁচে

কষ্ট ছিল যত থাক পরে থাক বুকে

দিলাম বিচার আল্লারো কাছে

পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

আমায় পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

একবারও কি ভাবছিলারে ঠকাতে

তুমি একদিন কানবা নিরালাতে

আমি তো তাও কান্দি পথে পথে

তুমি বন্ধু কানবা নিরালাতে

পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

আমায় পাইয়া বোকা কেমনে দিলারে ধোকা

পারলাম না রে জীবনের রঙ মেলাতে

তুমি বন্ধু কানবা নিরালাতে

আমি তো তাও কান্দি পথে পথে

দেইখো তুমি কানবা নিরালাতে

More From আকাশ মাহমুদ

See alllogo

You May Like